ঢাকা | বঙ্গাব্দ

উ. মেসাডনিয়ায় নৈশ ক্লাবে আগুন, নিহত ৫১

আগুন লাগার সময়ে সেখানে অন্তত হাজারেরও ওপরে তরুণ-তরুণীর ভিড় ছিল।
  • অনলাইন ডেস্ক | ১৬ মার্চ, ২০২৫
উ. মেসাডনিয়ায় নৈশ ক্লাবে আগুন, নিহত ৫১ আগুনের ছবি।

উত্তর মেসাডনিয়ার কোকানি শহরের একটি নৈশ ক্লাবে শনিবার রাতে এক অনুষ্ঠান চলাকালীন সময়ে অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন মারা গেছেন। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সেই সময় নৈশ ক্লাবে হাজারেরও বেশি মানুষের ভিড় ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


কনসার্টের জন্য ওই নৈশ ক্লাবে আতশবাজি ফাটানোর কিছু যন্ত্র ছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই যন্ত্র থেকেই আগুন লেগেছে। যন্ত্রে প্রথমে আগুনের ফুলকি দেখা যায় এবং কিছু ক্ষণের মধ্যেই তা গোটা ক্লাবে ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময়ে মঞ্চে একটি গানের দল সঙ্গীত পরিবেশন করছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।


নৈশ ক্লাবে ওই গানের অনুষ্ঠানটি শুরু হয় মধ্যরাতে। ওই অনুষ্ঠান দেখতে আসা বেশির ভাগই তরুণ-তরুণী। স্থানীয় সময় রাত ৩টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের পরে দমকলকর্মীরা সেখানে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় ২৭ জনকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে আরও ২৩ জনের। আহতদের মধ্যে বেশ কয়েকজন নাবালকও রয়েছে।


উত্তর মেসাডনিয়ার প্রধানমন্ত্রী রিস্টিয়ান মিকোস্কি এই দুর্ঘটনার পর শোকার্ত পরিবারগুলির পাশে থাকার কথা বলেছেন। এক্স-এ এক শোক বার্তায় তিনি লিখেছেন, ‘মেসাডনিয়ার জন্য এটি একটি কঠিন সময় এবং অত্যন্ত দুঃখের দিন। এত তরুণ-তরুণীর প্রাণহানিতে অপূরণীয় ক্ষতি হল।’


সূত্র: রয়টার্স


এসজেড