বাংলাদেশি ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে দেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার সকাল ১০:৪৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
গতকাল (রবিবার) দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইটে যাত্রা করেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
আগের দিন শাহীন, হিল্টন, গাউস ও ইকবালের সঙ্গে আজ আরও তিনজন— রুপু, সবুজ ও মঞ্জু— যোগ দেন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ হলে, তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাফুফের কর্মকর্তারা। এ সময় তার পাশে ছিলেন বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।
সিলেট বিমানবন্দরের বাইরে হামজাকে একনজর দেখতে ভিড় করেন অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই এসেছেন প্রিয় খেলোয়াড়ের দেখা পাওয়ার আশায়। গণমাধ্যম কর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন বিমানবন্দরে।
এর আগে কয়েকবার বাংলাদেশে এলেও এবারের সফর হামজার জন্য বিশেষ। কারণ এবার তিনি এসেছেন জাতীয় দলের একজন সদস্য হিসেবে। স্মরণীয় এই সফরে তার সঙ্গে রয়েছেন মা, স্ত্রী ও সন্তানরা।
বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে নিজ গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। তার আগমনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তিনি ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেন এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের স্বপ্নপূরণের নতুন অধ্যায় শুরু হলো হামজা চৌধুরীর হাত ধরে। এখন সবাই অপেক্ষায়, লাল-সবুজের জার্সিতে তার প্রথম ম্যাচের জন্য!
thebgbd.com/AR