দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরতে চলেছেন দুই মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মহাকাশ স্টেশন থেকে তাদের নিয়ে রওনা দেবে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাঝেই মহাকাশ থেকে ভিডিও ক্লিপ পাঠিয়েঠের আপ্লুত দুই নভোচারী। ধন্যবাদ জানিয়েছেন মাস্ক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাদের কথা শুনে মনে হয়েছে, পৃথিবীতে ফেরার জন্য যেন আর তর সইছে না।
তাদের ভিডিও এক্স-এ শেয়ার করেছেন মাস্ক নিজে। ২৫ সেকেন্ডের ভিডিওতে সুনিতাকে বলতে শোনা গেছে, ‘শিগগিরই ফিরছি। খুব বেশি আর দেরি নেই। আমাকে ছাড়া কোনও পরিকল্পনা করবেন না। আমরা ফিরছি।’ এরপর সঙ্গী বুচ বলেন, ‘মাস্ক এবং আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। তাদের সম্মান জানাচ্ছি। আমাদের জন্য যা করেছেন, আমরা তাতে কৃতজ্ঞ।’
রোববার রাতেই (স্থানীয় সময়) নাসা তাদের পৃথিবীতে অবতরণের সময় প্রকাশ করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টা ৫৭ মিনিটে ফ্লরিডার উপকূলে নামবেন চার মহাকাশচারী। তার আগে সোমবার সকাল থেকেই নাসা এই অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু করে দিয়েছে।
মহাকাশ স্টেশনে রোববার সকালে পৌঁছে স্পেসএক্সের ড্রাগন। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচ। স্পেসএক্সের যানে তারা ছাড়াও থাকছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।
আট দিনের সফরে গত বছরের জুন মাসে মহাকাশে যান সুনিতা এবং বুচ। কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর থেকে বার বার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বার বার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়েছে। আট দিনের সফর নয় মাস দীর্ঘায়িত হয়েছে। অবশেষে মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীকে ফিরছে।
সূত্র: রয়টার্স
এসজেড