ঢাকা | বঙ্গাব্দ

ভারত ও ভিয়েতনাম থেকে এসেছে চালের দুই জাহাজ

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২৫
ভারত ও ভিয়েতনাম থেকে এসেছে চালের দুই জাহাজ ফাইল ছবি

ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।


উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ২২ হাজার পাঁচশ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে (mv TANAIS DREAM) এবং গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২  হাজার পাঁচশ মেট্রিক টন আতপ চাল নিয়ে (mv HONG LINH 1) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।


উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার আটশ মেট্রিক টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।


thebgbd.com/NIT