বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নির্বাচনে দলটির জয়ের সম্ভাবনা যত বাড়ছে, ততই তাদের বিরুদ্ধে গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেছেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে, যা ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা।
সোমবার (১৭ মার্চ) জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে বিএনপির কর্মসূচি প্রচারে এবং বিএনপির বিরুদ্ধে চালানো বিভ্রান্তিকর প্রচারণা মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তারেক রহমান বলেন, "অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশিরভাগ জনগণের সমর্থন বিএনপির দিকে ঝুঁকছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের ভোটে বিএনপি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে, তত বেশি আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল পরিচালিত হচ্ছে। আজ সকালেই কয়েকটি সংবাদপত্রে এমন কিছু প্রতিবেদন দেখলাম, যেখানে প্রকৃত ঘটনার বিকৃত উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় দফতরের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর দেখি, বাস্তব চিত্র একরকম হলেও গণমাধ্যমে সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরও বলেন, "একটি চক্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। তাদের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু গণমাধ্যম এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওয়ান-ইলেভেনের কৌশলে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ঠেলে দিচ্ছে। তারা কৃত্রিমভাবে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।”
তারেক রহমান জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা নিশ্চিত করতে জনগণের প্রতি জবাবদিহিতামূলক সরকারের বিকল্প নেই। জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হবে।
thebgbd.com/NA