ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৯

ঢাকা মহানগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টায় ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০২৫
২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৯ ছবি : সংগৃহীত।

ঢাকা মহানগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টায় ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে মহানগরীর ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযানে মোট ৬৩টি মামলা দায়ের করেছে ডিএমপি।


ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টহল টিম দায়িত্ব পালন করে।


অভিযানে ১০ জন ডাকাত, ১১ জন সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, আটজন চোর, ১২ জন মাদক কারবারি, ২৯ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি প্রাইভেটকার, একটি পিকআপ, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, আটটি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি লোহার রড, দুটি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার। এছাড়া ২,১৩২ পিস ইয়াবা, ১৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।


ঢাকা মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।



thebgbd.com/NA