ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০২৫
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলটি।


মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় গণঅধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, "ওয়াসা নিয়োগ বাতিলসহ ছাত্র প্রতিনিধি হিসেবে যাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে।"


দলটি আরও জানায়, দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।



thebgbd.com/NA