ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি আবু তালেবের, আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায়: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা ‘অনেক বড় অবিচার’।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০২৫
বিএনপি আবু তালেবের, আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায়: মামুনুল হক ছবি : সংগৃহীত।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা ‘অনেক বড় অবিচার’। ইসলামি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি বিএনপিকে আবু তালেবের ভূমিকায় এবং আওয়ামী লীগকে আবু জাহেলের ভূমিকায় তুলনা করেছেন।


মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামি রাজনীতি করে না। তবে তাদের রাজনীতির মধ্যে ঐতিহাসিক পার্থক্য আছে। যারা এ দুটিকে এক পাল্লায় মাপে, তারা বড় ভুল করে।”


অনুষ্ঠানে বিএনপির নেতারা ছাত্ররাজনীতি, শিক্ষানীতি এবং ইসলামি শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী ছাত্রলীগের রাজনীতি নিয়ে সমালোচনা করেন এবং জাতীয় রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেন।


এছাড়া বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন দাবি করেন, এই কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দিয়েছিলেন তারেক রহমান, যা আওয়ামী লীগ সরকার কখনো করতে দেয়নি।


ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ব আছে। ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিশেষ নজর দেওয়া উচিত।”



thebgbd.com/NA