দীর্ঘ নয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনি ও বুচসহ আরও দুই নভোচারী। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে ফ্লোরিডা উপকূলে নামবেন চার নভোচারী। পুরো সফর শেষ করতে সময় লাগার কথা ১৭ ঘণ্টা। যার মধ্যে প্রায় ১১ ঘন্টা শেষ।
নাসা জানিয়েছে, স্পেসএক্সের ড্রাগন যানের সওয়ারিরা সেখানেই খাবার খাবেন। প্রয়োজনে বিশ্রামও নিতে পারেন তারা। ঘুমের যাতে কোনও ব্যাঘাত না-ঘটে, তার জন্য তাদের কাছে ‘ডু নট ডিসটার্ব’ লেখা সুইচও থাকছে।
সুনি ও বুচকে ফেরাতে রোববার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনি এবং বুচ।
আগেই আইএসএস-এ সুষ্ঠু ভাবে যানটির ডকিং প্রক্রিয়া (অবতরণ) সম্পন্ন হয়। মার্কিন সময় অনুযায়ী সোমবার রাত সাড়ে ১১টার দিকে আন ডকিং প্রক্রিয়া শেষ হয়। অর্থাৎআইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি। রাত একটার দিকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে মহাকাশ যান ড্রাগন।
সূত্র: রয়টার্স, নাসা
এসজেড