ঢাকা | বঙ্গাব্দ

হঠাৎ কানে ব্যথা হলে করণীয়

কানে ব্যথা হতে পারে সংক্রমণ, ঠান্ডা লাগা, মোম জমা, আঘাত বা পানির কারণে।
  • | ১৮ মার্চ, ২০২৫
হঠাৎ কানে ব্যথা হলে করণীয় কানে ব্যথা

কানে ব্যথা হতে পারে সংক্রমণ, ঠান্ডা লাগা, মোম জমা, আঘাত বা পানির কারণে। ব্যথার প্রকৃতির ওপর নির্ভর করে ব্যবস্থা নিতে হবে।


১. উষ্ণ সেঁক দিন: একটি উষ্ণ কাপড় বা হট ব্যাগ ব্যবহার করে আক্রান্ত স্থানে হালকা সেঁক দিলে আরাম পাওয়া যেতে পারে।


২. ব্যথানাশক ওষুধ: প্যারাসিটামল বা আইবুপ্রোফেন নিতে পারেন, তবে মাত্রা অনুযায়ী গ্রহণ করতে হবে।


৩. কানের মোম জমলে: অতিরিক্ত মোম থাকলে হালকা গরম অলিভ অয়েল বা বেবি অয়েল কয়েক ফোঁটা কানে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর মাথা কাত করে বের করে ফেলুন।


৪. ঠান্ডা বা সংক্রমণের কারণে হলে: নাক বন্ধ থাকলে ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে।


৫. কানে পানি ঢুকলে: মাথা এক পাশে কাত করে পানি বের করার চেষ্টা করুন। প্রয়োজনে কটন ব্যবহার করুন, তবে বেশি চাপ দেবেন না।


৬. চিকিৎসকের পরামর্শ নিন: যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয়, সঙ্গে কানে পুঁজ বা রক্ত আসে, শুনতে সমস্যা হয় বা জ্বর থাকে, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।