বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ড. কাজী শহীদুল্লাহ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তার জন্ম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের সম্ভ্রান্ত কাজী পরিবারে। তার পিতা ছিলেন কাজী মাহবুব উল্লাহ এবং মাতা কাজী জেবুন্নেসা বেগম।
তার মৃত্যুতে শিক্ষাবিদ, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
thebgbd.com/NA