বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে।’
বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ : এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি নিয়ে আলোচনা করতে গেলে রাসেলস ভাইপার সাপের কথা মনে পড়ে। শেখ হাসিনা চলে যাওয়ার পর সাপটিও চলে গেছে। বিষয়টা এমন কেন, তা আমারও জানা নেই।’
বাণিজ্য উপদেষ্টা জানান, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা কোনো অর্থনৈতিক স্বার্থে এখানে আসেননি। তাদের কাজ স্বচ্ছ, যা দুর্নীতি কমার লক্ষণ।
তিনি আরও বলেন, ‘আগে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে যেত। এখন সেই পরিমাণ চুরি হচ্ছে না, তবে দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। সমস্যা সমাধানে নেওয়া নানা উদ্যোগের ফলে দুর্নীতি কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে।’
সেমিনারে তিনি ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে কোনো দেশ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ চ্যালেঞ্জের তুলনায় সুযোগ অনেক বড়।’
thebgbd.com/NA