ঢাকা | বঙ্গাব্দ

সাড়ে তিন বছরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ মার্চ, ২০২৫
সাড়ে তিন বছরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক ছবি : সংগৃহীত।

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি সর্ম্পকে শিশুটির দাদা হন।


পুলিশ ও স্থানীয়রা জানা যায়, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে আনোয়ার হোসেন শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন আনোয়ারকে পাওনা টাকা ফেরত দিতে যেয়ে তার ছোট বোন ও আনোয়ারকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়িতে এসে মাটিতে পরে মূর্ছা যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে এলাকায় ধর্ষণ চেষ্টার বিষয়টি জানাজানি হয়।


শিশুটির মা বলেন, আমি আমার বড় মেয়ে ও মেয়ের জামাই এবং ছোট মেয়ে বাড়িতে রেখে আমি পাশের এলাকায় কাজে যাই এরপর সেখানে আমার মেয়ের বিষয়টি জানতে পারি। আমি সেখান থেকে বাড়িতে ছুটে এসে আমার মেয়ের মুখের কথা শুনার পরে আনোয়ারকে বিষয়টি বললে আনোয়ার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি ৯৯৯ নাম্বারে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।


অভিযুক্ত আনোয়ার বলেন, আমি ঘরে ছিলাম না, বাইরে ছিলাম আল্লাহ আছে সাক্ষী। আর বউ (শিশুর মা) যদি এলা দোষ দেয় তাহলে কি করার আছে আমার।


এ বিষয় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।



thebgbd.com/NA