সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করেন। আটক বৃদ্ধ হাজী আব্দুস সালাম (৬৫) ওই গ্রামের বাসিন্দা। নির্যাতিত শিশুটি ওই এলাকার একটি মাদ্রাসার ছাত্রী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন জানান, সকাল ৮টার দিকে ওই শিশুটি আব্দুস সালামের বাড়ির ওপর দিয়ে মাদ্রাসা যাচ্ছিল। এ সময় বৃদ্ধ আব্দুস সালাম শিশুটির হাত ধরে টেনে তার বাড়িতে নিয়ে যান। এরপর শিশুটির হাতে কিছু টাকা দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটিকে নিয়ে যাওয়ার ঘটনাটি এলাকার কয়েকজন দেখতে পেয়ে বাড়ির দেয়ালের ওপর দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে এলাকাবাসী তাকে আটকে রেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিশুটির বাবা সরোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেছে।
thebgbd.com/NA