ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে জামায়াতে ইসলামীর মানববন্ধনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ মার্চ, ২০২৫
রাজশাহীর বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা ছবি : সংগৃহীত।

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে জামায়াতে ইসলামীর মানববন্ধনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় বাউসা ইউনিয়ন পরিষদের সরকারি অনুদানের খাদ্যসামগ্রীর কার্ড বিতরণে অনিয়ম ও তথ্য সেবা কেন্দ্রে চাঁদাবাজির প্রতিবাদে জামায়াত মানববন্ধনের আয়োজন করলে এই হামলার ঘটনা ঘটে।


বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম জানান, সরকারি সুবিধা নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তবুও তারা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন করতে নিষেধ করা হলেও তারা শোনেনি। এতে স্থানীয় জনগণ মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করে। তবে মানববন্ধন শেষে স্থান ত্যাগের সময় কারা মারপিট করেছে তা জানা নেই।


বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


thebgbd.com/NA