ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের

টেলিগ্রামে এক বিবৃতিতে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।
  • অনলাইন ডেস্ক | ২১ মার্চ, ২০২৫
ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের হুতি ক্ষেপনাস্ত্র।

ইসরায়েলের সেনাবাহিনী  জানিয়েছে, বৃহস্পতিবার জেরুজালেমসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর এক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই আইএএফ (ইসরাইল এয়ার ফোর্স) ধ্বংস করেছে।’ এর আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। জেরুজালেম থেকে এএফপি’র সাংবাদিকরা শহরে বিমান হামলার সাইরেন বাজানোর কথা নিশ্চিত করেছেন।


টেলিগ্রামে এক বিবৃতিতে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র অধিকৃত জাফা অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একটি ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


চলতি সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে হামলার পর হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে হামলা আরো বাড়ানোর হুমকি দেয়। সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলি নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি এই হামলাগুলো অব্যাহত থাকবে।’


বৃহস্পতিবার, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য ইসরাইলে সাইরেন বাজানোর পর তারা গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইলকে প্রতিহত করেছে এবং অন্য দু’টি ক্ষেপণাস্ত্র  জনবসতিহীন এলাকায় পড়েছে। হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা গাজায় ’বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা’ চালানোর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।


বৃহস্পতিবারের শুরুতে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যা হুতি বিদ্রোহীরা দাবি করেছে, এটি একটি ‘হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছিল যা ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য নিক্ষেপ করা হয়। হুতিরা এক বিবৃতিতে আরো জানিয়েছে, তারা আবারও লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র হামলার পর এটি সর্বশেষ হামলা।


সূত্র: এএফপি


এসজেড