ঢাকা | বঙ্গাব্দ

শিন বেত প্রধান বরখাস্ত

ইসরায়েলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুে সম্পর্কে টানাপোড়েন ছিল।
  • অনলাইন ডেস্ক | ২১ মার্চ, ২০২৫
শিন বেত প্রধান বরখাস্ত শিন বেত প্রধান রোনেন বার।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে ঘিরে রোনেন বার এর ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তাকে আর বিশ্বাস করা যায় না। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএসএ পরিচালক রোনেন বারকে বরখাস্তের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’ রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদত্যাগ করবেন। রোববার নেতানিয়াহু বলেছেন ‘তার ওপর আস্থার অভাব রয়েছে’। তাকে এই পদে রাখা যাবে না। তাই রোনেনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। বার ১৯৯৩ সালে সংস্থায় যোগদান করেন।


রোনেন বারের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা। ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরায়েলি সরকার শিন বেতের প্রধান হিসাবে রোনেন বারকে নিযুক্ত করে। কিন্তু নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে পদ থেকে বরখাস্ত করল। অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুে সম্পর্কে টানাপোড়েন ছিল। হামাসের হামলার ওপর ৪ মার্চ শিন বেতের অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর সম্পর্কের আরো অবনতি ঘটে। 


সূত্র: এএফপি


এসজেড