পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ছুটির আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জরুরি সেবা যেমন ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম এর আওতাবহির্ভূত থাকবে।
বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, এবং সুপ্রিম কোর্ট আদালতের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে, এবার সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে অনুযায়ী ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) ঈদের আগের দুই দিন, ৩১ মার্চ ঈদের দিন এবং ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর আগে, ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৬ দিনের ছুটি নির্ধারিত ছিল। পরে ৩ এপ্রিল ছুটি বাড়ানোয়, এর সঙ্গে ৪ ও ৫ এপ্রিলের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ৯ দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
thebgbd.com/NIT