ঢাকা | বঙ্গাব্দ

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা ভারত আগেই জানতো: জয়শঙ্কর

জয়শঙ্কর জানান, ভারত সরকার বাংলাদেশ সম্পর্কে যথাযথ তথ্য দিয়েছিল, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উপেক্ষা করেছেন।
  • অনলাইন ডেস্ক | ২৩ মার্চ, ২০২৫
হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা ভারত আগেই জানতো: জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন আলোচনা তৈরি করেছে। তিনি বলেছেন, ভারতের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।


শনিবার (২২ মার্চ) ভারতের সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে এই আলোচনা হয়। বৈঠকে কংগ্রেসের মণীশ তেওয়ারি, মুকুল ওয়াসনিক, শিবসেনার প্রিয়াঙ্কা চাতুর্বেদী, তামিলনাড়ুর ভাইকোসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, বৈঠকে সংসদ সদস্যরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অসন্তোষের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে জয়শঙ্কর জানান, ভারত সরকার বাংলাদেশ সম্পর্কে যথাযথ তথ্য দিয়েছিল, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উপেক্ষা করেছেন।


সংসদ সদস্যরা জানতে চান, বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের পেছনে কারা রয়েছে। জয়শঙ্কর সরাসরি উত্তর না দিয়ে চীনের দিকে ইঙ্গিত করেন। তবে সংসদ সদস্যরা তার উত্তরে সন্তুষ্ট হননি।


সীমান্তে অবৈধ কার্যকলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে এবং ভারত এ বিষয়ে বারবার বাংলাদেশের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।


জয়শঙ্করের এই বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থাকে আরও স্পষ্ট করেছে। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কী হয়, তা এখন গুরুত্বপূর্ণ।


thebgbd.com/NIT