ঢাকা | বঙ্গাব্দ

প্রাণ বাঁচিয়ে বিয়ে!

শুনতে সিনেমার মত মনে হলেও সত্য ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গুনার।
  • অনলাইন ডেস্ক | ২৩ মার্চ, ২০২৫
প্রাণ বাঁচিয়ে বিয়ে! রামপ্রসাদ এবং কাজল।

শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃজবধূ। কিন্তু সেই সময় ত্রাতা হয়ে হাজির হন এক যুবক। সন্তানসহ তাকে প্রাণে বাঁচান। শুধু তাই নয়, তাকে বিয়ে করে এক নতুন জীবনও দিয়েছেন। শুনতে সিনেমার মত মনে হলেও সত্য ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গুনার।


পুলিশ সূত্রে খবর, কাজল সাহরিয়া নামে ওই তরুণী জানায়, নিত্য দিন শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করতেন। তার এই নিয়মিত অত্যাচারে তার স্বামীর হাত ছিল। বার বার অত্যাচারিত হয়ে শেষমেশ আত্মহত্যার সিদ্ধান্ত নেন কাজল। সন্তানকে নিয়ে ১৩ মার্চ গুনা স্টেশনে যান। রেললাইনে ঝাঁপ দেওয়ার জন্য ঘোরাঘুরি করছিলেন। ট্রেন আসতেই সন্তানকে নিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন কাজল। কিন্তু তার আগেই তাকে টেনে সরিয়ে আনেন রামপ্রসাদ পারদি নামে এক যুবক।


এখান থেকেই কাজল-রামপ্রসাদের জীবনকাহিনি মোড় নেয়। যে কাহিনির পরিণতি অত্যন্ত সুন্দর। কাজলকে বাঁচানোর পর তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, সে কথা জানতে চান রামপ্রসাদ। তখন কাজল তার শ্বশুরবাড়ির ঘটনা তাঁকে বলেন। রামপ্রসাদও তাঁর জীবিনকাহিনি শোনান কাজলকে। 


রামপ্রসাদের স্ত্রী যক্ষ্মায় মারা যান চার মাস আগে। তারপর একাকিত্ব রামপ্রসাদকে ঘিরে ধরে। কিন্তু ছোট সন্তানের কথা ভেবে কোনও পদক্ষেপ করতে পারেননি। সব ঘটনা শোনানোর পর কাজলকে নিজের বাড়িতে নিয়ে যান রামপ্রসাদ। কাজলকে বিয়ের প্রস্তাবও দেন। পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়া সারেন। তারপর আনুষ্ঠানিক ভাবে বিয়েও করেন। কাজলের জীবন বাঁচিয়ে তাঁকে এক নতুন জীবন দিলেন রামপ্রসাদ।


সূত্র: পিটিআই


এসজেড