ঢাকা | বঙ্গাব্দ

ঈদে ‘বরবাদের’ জায়গায় আসছে ‘অন্তরাত্মা’?

‘বরবাদ’ মুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় হঠাৎ করেই শাকিব খানের পুরনো সিনেমা ‘অন্তরাত্মা’ আলোচনায় উঠে এসেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২৫
ঈদে ‘বরবাদের’ জায়গায় আসছে ‘অন্তরাত্মা’? ছবি : সংগৃহীত।

‘বরবাদ’ মুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় হঠাৎ করেই শাকিব খানের পুরনো সিনেমা ‘অন্তরাত্মা’ আলোচনায় উঠে এসেছে। ঈদুল ফিতর আসন্ন হলেও ‘বরবাদ’ এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি, যা ঢালিউডে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।


জানা গেছে, সিনেমাটির একটি গানের শুটিং শেষ করে সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন শাকিব খান। তবে ‘বরবাদ’ সেন্সর ছাড়পত্র পেতে কিছু জটিলতার মুখে পড়তে পারে বলে গুঞ্জন রয়েছে।


এরই মধ্যে চার বছর ধরে আটকে থাকা ‘অন্তরাত্মা’ হুট করে সেন্সর বোর্ডে জমা পড়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈন উদ্দিন নিশ্চিত করেছেন যে বোর্ডের সদস্যরা শিগগিরই ছবিটি দেখবেন।


পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেছেন, ‘নানা কারণে ছবিটি আটকে ছিল, তবে এখন মুক্তির প্রস্তুতি চলছে।’ যদিও তিনি স্পষ্টভাবে নিশ্চিত করেননি যে এটি ঈদে মুক্তি পাচ্ছে কি না, তবে সব ইঙ্গিত সেই দিকেই যাচ্ছে।


এতে প্রশ্ন উঠছে— ঈদে শাকিব খানের কোন সিনেমা মুক্তি পাবে? ‘বরবাদ’ কি আদৌ আসবে, নাকি ‘অন্তরাত্মা’ই দর্শকদের ঈদ উপহার হতে চলেছে?



thebgbd.com/NA