ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না: নুর

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২৫
সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না: নুর নুরুল হক নুর ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা যাবে না। রোববার বিকেলে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, যারা সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তবে প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও দায়িত্ব। তিনি বলেন, সেনাবাহিনী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী জনতা বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে নুর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে জনগণ রায় দিয়েছে যে আওয়ামী লীগ এ দেশের রাজনীতি থেকে বাতিল।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেনাবাহিনী গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, কেউ তাদের নিয়ে মন্দ কথা বলার চেষ্টা করবেন না।

অনুষ্ঠানে জেলা বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনসহ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT