ঢাকা | বঙ্গাব্দ

‘বাবাকে জীবনে তিনবার কাঁদতে দেখেছি, তিনবারই আমার জন্য’

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২৫
‘বাবাকে জীবনে তিনবার কাঁদতে দেখেছি, তিনবারই আমার জন্য’ কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘কাফি ভাই’ হিসেবে পরিচিত, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি তার বাবাকে তিনবার কাঁদতে দেখেছেন, প্রতিবারই তার জন্য কেঁদেছেন। কাফি ভাই জানান, প্রথমবার যখন তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পালিয়ে যান, তখন তার বাবাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তিনি ফোনে কান্না করতে থাকেন। দ্বিতীয়বার, যখন তার ফেসবুক বন্ধ করা হয়, তার বাবা তাকে সাবধান করেন এবং বলেন, যদি ফেসবুক খুললে আবার আন্দোলনে অংশ নেন, তবে তাকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হবে। তৃতীয়বার, যখন তাদের বাসা পুড়িয়ে দেওয়া হয়, তখনও তিনি তার বাবাকে কাঁদতে দেখেন।

তিনি বলেন, "আমি দেশের জন্য কথা বলেছি, কিন্তু কখনও ভাবিনি যে আমার পরিবারের জন্য এমন পরিস্থিতি তৈরি হবে।" কাফি ভাই আরও বলেন, "আমার বাড়ি যখন পুড়েছে, তখন আমার পরিবারকে আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু সব কিছু পুড়ে গেছে—আমার স্মৃতি, দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই হারিয়ে গেছে।"

তিনি ক্ষোভ প্রকাশ করেন, বলেন, "আমার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আমার চেয়ে জনপ্রিয়, তবে আমি একাই কেন ধানমন্ডি এসে দাঁড়ালাম? কারণ আমি দেশকে ভালোবাসি এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি।"

কাফি ভাই জানান, তার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার হয়েছে, যারা স্বীকার করেছেন যে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি ছিল, তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে তাদের প্রতিশোধ নিতে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে।


thebgbd.com/NIT