প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তিনি।
প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।
নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা জানার জন্য তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়।
তিনি আরও জানান, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
নিজাম উদ্দিন আরও বলেন, তামিম ইকবালের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেওয়া হবে।
তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন সময় জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।
thebgbd.com/NIT