ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকোতে শিশু হত্যায় ২ জন গ্রেপ্তার

মেক্সিকোর অন্যতম শক্তিশালী সিনালোয়া কার্টেল। মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ মার্চ, ২০২৫
মেক্সিকোতে শিশু হত্যায় ২ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের স্থানে পুলিশ।

মেক্সিকোর অস্থির রাজ্য সিনালোয়ায় দুই শিশু হত্যাসহ অসংখ্য অপরাধের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সরকার এ তথ্য জানিয়েছেন। মেক্সিকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সিনালোয়ার রাজধানী কুলিয়াকানে গুলিবিনিময়ের সময় জানুয়ারিতে তাদের বাবার সঙ্গে ১২ এবং নয় বছর বয়সী দুই ভাই গেইল এবং আলেকজান্ডার সারমিয়েন্টো নিহত হয়। আটক সন্দেহভাজনদের নাম হুয়ান কার্লোস ‘এন’ এবং হোসি কেভিন ‘এন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ থেকে শুরু করে মাদক ও অস্ত্র পাচার পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


ন্যাশনাল গার্ড, প্রতিরক্ষা, নৌবাহিনী এবং নিরাপত্তা মন্ত্রণালয় এবং ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে যে হুয়ান কার্লোস ‘গাড়িতে ভ্রমণকারী একটি পরিবারের ওপর হামলায়’ অংশ নেন যার ফলে শিশুটি মারা যায়।


মেক্সিকোর অন্যতম শক্তিশালী সিনালোয়া কার্টেল। যুক্তরাষ্ট্র এটিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সেপ্টেম্বর থেকে এর দুটি গ্রুপের মধ্যে নিয়মিত সংঘর্ষে কুলিয়াকান রক্তাক্ত হচ্ছে। দুই শিশুর মৃত্যুর ঘটনা কুলিয়াকান বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। কুলিয়াকান-এর হাজার হাজার বাসিন্দা জানুয়ারিতে বিচারের দাবিতে মিছিল করে। 


সুরক্ষা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, তিনটি স্থানে তল্লাশি চালিয়ে ২০ কিলোগ্রাম  কোকেন, স্ফটিক মেথ, ১০টি অস্ত্র সহ গোলাবারুদ এবং ছয়টি গাড়ি পাওয়া গেছে। তিনি বলেন, সিনালোয়ায় নিরাপত্তা জোরদার করার ফলে এটি ঘটেছে। মেক্সিকোতে ১ লাখ ২৪ হাজারেরও বেশি লোককে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে নিবন্ধিত করা হয়েছে। যার বেশিরভাগই ঘটেছে ২০০৬ সাল থেকে, দেশটির সরকার মাদক কার্টেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর। সেই সময়ে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়।


সূত্র: এএফপি


এসজেড