ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ প্রস্তুত, ভারতের জন্য অপেক্ষা

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করবে, তাই এই সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২৫
বাংলাদেশ প্রস্তুত, ভারতের জন্য অপেক্ষা ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়া অন্যদের জন্য একটি বার্তা উল্লেখ করে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানিয়েছেন, সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে মানবসম্পদ উন্নয়ন, অর্থনীতি ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি ও ক্রীড়া, গণমাধ্যম, অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাত অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা প্রকল্পের বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।


আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন ও থাইল্যান্ড সফর সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করবে, তাই এই সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে।


বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, "আমরা যেকোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠককে আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং আশা করছি, এটি অনুষ্ঠিত হলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।"


তিনি আরও বলেন, "আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি। ভারতের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছি।" দিল্লি বৈঠকের জন্য প্রস্তুত কি না, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, "এটি দিল্লিকেই বলতে হবে। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব।"


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ রফিকুল আলম।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীন থেকে ফিরে আগামী ৩ এপ্রিল তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন।



thebgbd.com/NA