ইউক্রেনের সরকার পরিচালিত রেল সংস্থা ইউক্রজালিজনিৎসিয়া জানিয়েছেন, তাদের অনলাইন ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়েছে। যদিও এই সাইবার হামলার নেপথ্যে কারা, তা এখনও স্পষ্ট নয়। সোমবার রেল সংস্থা জানায়, পরিষেবা স্বাভাবিকই রয়েছে এবং ট্রেন সময় মতোই চলছে। অনলাইন ব্যবস্থাকে ঠিকঠাক করার জন্য কাজও চলছে। অনলাইন ব্যবস্থা পুনরায় চালু না-হওয়া পর্যন্ত হাতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।
যুদ্ধ শুরুর পর ২০২২ সাল থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ হয়ে যায়। ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ বিবিধ আশঙ্কার কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে ইউক্রেনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রধান মাধ্যম হয় রেল। ইউক্রেন রেল সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অনলাইন ব্যবস্থায় সমস্যার দিকটি রোববার নজরে আসে তাদের। এরপরই যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়। অনলাইনে টিকিট কাটার বদলে কাউন্টারে গিয়ে বা ট্রেনে উঠে টিকিট কাটার জন্য বলা হয়।
সূত্র: রয়টার্স
এসজেড