ঢাকা | বঙ্গাব্দ

মিশরে ৪৪ পর্যটকসহ সাবমেরিন দুর্ঘটনা

লোহিত সাগরের হুরঘাদা বন্দরের কাছে প্রবাল এবং সামুদ্রিক মাছ দেখার জন্য বহু পর্যটক আসেন।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৫
মিশরে ৪৪ পর্যটকসহ সাবমেরিন দুর্ঘটনা এমনই একটি সাবমেরিন দুর্ঘটনায় পড়েছে।

৪৪ জন পর্যটক নিয়ে মিশরের হুরঘাদার উপকূলবর্তী লোহিত সাগরে একটি সাবমেরিন দুর্ঘটনার কবলে পড়েছে। অন্তত ৬ জনের মরা গেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মিশরের সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতরা সকলে বিদেশি পর্যটক। সর্বশেষ তথ্য অনুসারে, সাবমেরিন থেকে ২৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।


লোহিত সাগরের হুরঘাদা বন্দরের কাছে প্রবাল এবং সামুদ্রিক মাছ দেখার জন্য বহু পর্যটক আসেন। বৃহস্পতিবার সেই রকম বিভিন্ন দেশের ৪৪ পর্যটক নিয়ে একটি সাবমেরিন যায় সমুদ্রের নিচে। এই সাবমেরিন ৭২ ফুট পর্যন্ত নিচে যেতে পারে। তবে কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’ জানিয়েছে, দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। ২১টি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়।


মিশরে রুশ দূতাবাস থেকে জানানো হয়েছে, সাবমেরিনের ৪৫ যাত্রীর সকলেই রুশ নাগরিক। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। মিশরের প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।


সূত্র: রয়টার্স


এসজেড