ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্ণৌতে সরকারি হোমে ৪ শিশু নিহত

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। কিন্তু কী ভাবে বিষক্রিয়া হল তার তদন্ত শুরু হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৫
লক্ষ্ণৌতে সরকারি হোমে ৪ শিশু নিহত হাসপাতালে অসুস্থ শিশুরা।

লক্ষ্ণৌতে সরকারি হোমে চার শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬ শিশু। অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার ওই হোমের ২০ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বৃহস্পতিবার চার জনের মৃত্যু হয়েছে।


প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। কিন্তু কী ভাবে খাবারে বিষক্রিয়া হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। জেলাশাসক বিশাখ জি আইয়ার জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।


জেলাশাসক আরও জানিয়েছেন, শিশুদের দেওয়া খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবে স্পষ্ট হবে বিষক্রিয়ার কারণে মৃত্যু এবং অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে।


খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা লক্ষ্ণৌর হোমের বিষয়টি খতিয়ে দেখছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, কোথাও গাফিলতি ছিল কি না তা দেখা হচ্ছে। যদি কোনও গাফিলতি ধরা পড়ে তা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


সূত্র: পিটিআই


এসজেড