ঢাকা | বঙ্গাব্দ

বেলুচে ৫ বাসযাত্রী হত্যা

বুধবার গভীর রাতে করাচিগামী একটি বাস থামিয়ে সন্দেহভাজন বেলুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা পাঁচ যাত্রীকে হত্যা করে।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৫
বেলুচে ৫ বাসযাত্রী হত্যা বেলুচ লিবারেশন আর্মির জঙ্গি।

বুধবার গভীর রাতে বেলুচিস্তানের বন্দর শহর থেকে করাচিগামী একটি বাসকে কালমত এলাকায় থামিয়ে সন্দেহভাজন বেলুচিস্তান লিবাবরেশন আর্মি (বিএলএ)-র জঙ্গিরা পাঁচ যাত্রীকে হত্যা করেছে। এর আগেও একাধিক বার বাস থামিয়ে পরিচয়পত্র দেখে বেছে বেছে পাঞ্জাবি যাত্রীদের হত্যা করার ঘটনা ঘটেছে।


চলতি মাসে বেলুচিস্তানে তিনটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই হামলার দায় স্বীকার করে বিএলএ। সংগঠনটি জানায়, সেনা সাহায্যে পাঞ্জাবি জনগোষ্ঠীর আধিপত্য বিস্তারের ফলে বেলুচরা ক্রমশ নিজভূমে পরবসী হয়ে পড়ছেন। চলতি মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বেলুচ গোষ্ঠী, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বেলুচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন নাম হয়েছে বিএলএ।


সূত্র: দ্য ডন


এসজেড