ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমারে জোড়া ভূমিকম্পের আঘাত

প্রথম কম্পনটি হয় স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় কম্পনটি হয় ১‌টা ২ মিনিটে।
  • অনলাইন ডেস্ক | ২৮ মার্চ, ২০২৫
মিয়ানমারে জোড়া ভূমিকম্পের আঘাত ভেঙে পড়েছে বহু বাড়ি

পর পর দুই বার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রিখটার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা ৭.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে প্রথম ভূমিকম্পটির মাত্রা ৭.৭। দ্বিতীয়টির ৬.৪। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। কেঁপেছে বাংলাদেশ। কম্পন অনুভূত হয়েছে দিল্লিসহ ভারতের বিস্তীর্ণ এলাকাতে। কলকাতায় কোথাও কোথাও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। এমনকি, চীনের কিছু এলাকাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে।


প্রথম কম্পনটি হয় স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় কম্পনটি হয় ১‌টা ২ মিনিটে। প্রথমটির উৎসকেন্দ্র মিয়ানমারের বর্মা প্রদেশের ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মিয়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।


কম্পন এতটাই তীব্র ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বাড়ি। অন্তত ৪৩ জন শ্রমিক নির্মীয়মাণ বহুতলের ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। এক জনের মৃত্যু নিশ্চিত করেছে রয়টার্স। তবে উত্তর থাইল্যান্ডে ট্রেন এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন থাই প্রধানমন্ত্রী। ব্যাঙ্ককে জরুরি অবস্থা জারির কথা শোনা গেলেও রয়টার্স থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীকে উল্লেখ করে জানায়, জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে ব্যাঙ্ককের অবস্থা গুরুতর।


তবে ভূমিকম্পে মিয়ানমারে কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, কারও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাগাইং এলাকায় ইরাবতী নদীর উপর পুরনো এবং বিখ্যাত আভা সেতু ভেঙে পড়েছে। সাগাইং থেকে ২৪ কিলোমিটার দূরে মান্দালয়ে ধ্বংসস্তূপের মধ্যে কয়েক জন আটকে পড়েছেন। মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। রয়টার্স এই খবর নিশ্চিত করেনি। এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। 


মায়ানমারের দমকল বিভাগের এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। ইয়াংগুনে তল্লাশি চলছে। মান্দালয়ের এক প্রত্যক্ষদর্শী বলেছে, ‘চোখের সামনে একটা পাঁচ তলা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়েছে। পুরো শহরে সবাই রাস্তায়। কেউ কোনও বাড়ির ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। খুব ভয়ে আছি।’ 


অবশ্য ভূমিকম্প মায়ানমারে নতুন নয়। ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সে দেশে সাত বা তার বেশি মাত্রার ছ’টি ভূমিকম্প হয়। মিয়ানমারের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে সাগাইং চ্যুতিরেখা। সে কারণে প্রায়ই ভূ-আন্দোলনের কারণে ভূমিকম্প হয় গৃহযুদ্ধে কাহিল মিয়ানমারে।


চীনের ভূমিকম্প অনুভূত হয়েছে । চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুসারে, সিইএনসি-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ‘ইউনানে কম্পন অনুভূত হয়েছে’। 


সূত্র: রয়টার্স


এসজেড