ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ চায় রাশিয়া

এই প্রশাসনের লক্ষ্য হবে একটি ‘গণতান্ত্রিক’ নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা।
  • অনলাইন ডেস্ক | ২৮ মার্চ, ২০২৫
ইউক্রেনে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ চায় রাশিয়া ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি ‘অন্তর্বর্তীকালীন সরকার’ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন। এই প্রশাসনের লক্ষ্য হবে একটি ‘গণতান্ত্রিক’ নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা। মুরমানস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 


শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুরমানস্কে সফরকালে পুতিন এই পরামর্শ দেন। পুতিন বলেন, ‘জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনকি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অবশ্যই আমাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে পারি।’


সূত্র: এএফপি


এসজেড