ঢাকা | বঙ্গাব্দ

নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যে আফরোজ পারভীনের নিয়োগ বাতিল

বৃহস্পতিবার সিলভিয়াসহ আরও তিনজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ, ২০২৫
নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যে আফরোজ পারভীনের নিয়োগ বাতিল ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বিতর্কের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নিয়োগ বাতিল করা হয়। শুক্রবার (২৮ মার্চ) প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন।


বৃহস্পতিবার সিলভিয়াসহ আরও তিনজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। তবে সিলভিয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে।


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কিভাবে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন—তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।


এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। দ্রুত নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে তার নিয়োগ তড়িঘড়ি করে বাতিল করা হয়, জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।


thebgbd.com/NA