হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতসহ জেলা প্রশাসকদের (ডিসি) জন্য ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট নির্দেশনা ডিসিদের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমির নামজারি ও রেজিস্ট্রেশনসহ বিভিন্ন নাগরিক সেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত রাখতে হবে।
জেলা প্রশাসকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলা হয়েছে, সরকারি কাজে কোনো ধরনের তদবির, ভয়ভীতি বা স্তুতিবাক্য গ্রহণযোগ্য নয়।
চিঠিতে পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার বলে মনে করা হচ্ছে।
ডিসিদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা দূর করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, জেলা প্রশাসনের কার্যক্রম সরাসরি সরকারের নজরদারিতে রয়েছে। তাই দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
thebgbd.com/NA