ঢাকা | বঙ্গাব্দ

আফগান সীমান্তে পাকিস্তানি সেনাসহ নিহত ৯

দু’টি পৃথক হামলায় কমপক্ষে ৮ পাকিস্তানি সেনা এবং একজন বেসামরিক নাগরিকসহ ৯ জন নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০২৫
আফগান সীমান্তে পাকিস্তানি সেনাসহ নিহত ৯ হামলার পর সেনা টহল বৃদ্ধি।

শুক্রবার পাকিস্তানে আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে দু’টি পৃথক হামলায় কমপক্ষে ৮ পাকিস্তানি সেনা এবং একজন বেসামরিক নাগরিকসহ ৯ জন নিহত হয়েছেন। পেশোয়ার থেকে এএফপি এ খবর জানায়।


শনিবার পুলিশের এক সূত্র জানিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘সশস্ত্র তালেবান’-এর বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে ৭ সেনা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, বেলুচিস্তানে মোটরসাইকেল থেকে বোমা বিস্ফোরণে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এক পুলিশ কর্মকর্তা এএফপি’কে এ তথ্য জানিয়েছেন। 


সূত্র: এএফপি


এসজেড