ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে ঈদগাহে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

ঈদুল ফিতরের নামাজ ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০২৫
টাঙ্গাইলে ঈদগাহে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের নামাজ ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বড় বাসালিয়া ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র বহন এবং বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।


জেলা প্রশাসক শরীফা হক জানান, ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি চালাবে।


এমন সিদ্ধান্তে স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটিকে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ নামাজের পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।  


thebgbd.com/NA