ঢাকা | বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপ খেলার প্রসঙ্গে যা বললেন বিরাট কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সংশয়ের মাঝেই কোহলি নিজেই ঘোষণা দিলেন, পরবর্তী বিশ্বকাপ জয় তার বর্তমান লক্ষ্য।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ এপ্রিল, ২০২৫
২০২৭ বিশ্বকাপ খেলার প্রসঙ্গে যা বললেন বিরাট কোহলি ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক মাইলফলক স্পর্শকারী তারকা বিরাট কোহলি কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের পর গুঞ্জন উঠেছিল বিরাট হয়তো বিদায় জানাবেন ৫০ ওভারের ক্রিকেটক থেকেও। এরমধ্যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সংশয়ের মাঝেই কোহলি নিজেই ঘোষণা দিলেন, পরবর্তী বিশ্বকাপ জয় তার বর্তমান লক্ষ্য।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আইপিএলের মাঝেই সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী কোন পদক্ষেপটি নিতে যাচ্ছেন তিনি?


জবাবে কোহলি বলেন, ‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’


কোহলির এই কথা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেহেতু ইতিমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই বিশ্বকাপ বলতে তিনি হয়তো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে বুঝিয়েছেন। এমনটাই মনে করছেন ভক্তরা।


২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ। দু’বছর পর সেই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ বছর।


thebgbd.com/NIT