ঢাকা | বঙ্গাব্দ

তাইওয়ান সীমান্তে চীনের মহড়া

সামরিক মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই বলেন, পূর্ব চীন সাগরে ‘দূরপাল্লার লাইভ-ফায়ার মহড়া’ পরিচালিত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৩ এপ্রিল, ২০২৫
তাইওয়ান সীমান্তে চীনের মহড়া মহড়ার ছবি।

চীনের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তারা তাইওয়ানকে লক্ষ্য করে অনুশীলনের অংশ হিসেবে ‘লাইভ-ফায়ার’ মহড়া পরিচালনা করেছে। চীন আরো জানিয়েছে, তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলার মহড়া চালানো হয়েছে। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।


সামরিক মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই বলেন, পূর্ব চীন সাগরে ‘দূরপাল্লার লাইভ-ফায়ার মহড়া’ পরিচালিত হয়েছে। এই মহড়ায় গুরুত্বপূর্ণ বন্দর এবং জ্বালানি সুবিধার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার অনুশীলন করা হয়েছে এবং কাঙ্ক্ষিত ফল অর্জিত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড