ঢাকা | বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ: সিজিটিএন-এ ড. ইউনূস

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ এপ্রিল, ২০২৫
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ: সিজিটিএন-এ ড. ইউনূস সংগৃহীত

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের প্রভাবশালী গণমাধ্যম সিজিটিএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।


সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি চীনা বিনিয়োগ ও শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান এবং যুবসম্প্রদায়কে দক্ষ জনশক্তিতে রূপান্তরের সম্ভাবনার কথা বলেন।


ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশ ও চীনের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাংস্কৃতিক ও ভাষা চর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য চীনের সহায়তা কামনা করেন।


স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনের উন্নত চিকিৎসা ও প্রযুক্তি ব্যবস্থার সুবিধা পেতে আগ্রহী। শান্তি প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, “শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়।”


ড. ইউনূস সম্প্রতি চীনের হাইনানে বোয়াও ফোরামে অংশগ্রহণ এবং বেইজিং সফর করেন। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফর।


thebgbd.com/NIT