ঢাকা | বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকাতেও পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল, ২০২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকাতেও পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। সোমবার সকাল ১১টা থেকে ঢাকার মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় একাধিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিক্ষোভকারীরা দূতাবাসের সামনের সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও।


বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “গাজার জয় হবেই হবে। ইসলামিক ভূমি কখনও ধ্বংস করা যাবে না।”


ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, “ছাত্র ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে নতুন বাজারের দিকে এসেছে। মিছিল শেষে তারা ফিরে যাবে।”


thebgbd.com/NIT