ঢাকা | বঙ্গাব্দ

ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশক্লাবে ছাদধস, নিহত ৯৮

প্রাথমিক তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, উদ্ধারের কাজ চলমান।
  • অনলাইন ডেস্ক | ০৯ এপ্রিল, ২০২৫
ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশক্লাবে ছাদধস, নিহত ৯৮ আহত অনেকের অবস্থাই গুরুতর।

ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহতের সংখ্যাও অনেক। বুধবার ভোরে উদ্ধার অভিযানের প্রধান এ তথ্য জানিয়েছেন। ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডিজ সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, উদ্ধারের কাজ চলমান রয়েছে। আহত অনেকের অবস্থাই গুরুতর তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


সূত্র: এএফপি


এসজেড