ঢাকা | বঙ্গাব্দ

‘ব্যাংকের টাকা লোপাট করে পালাতে দেওয়া হবে না’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালাতে দেওয়া হবে না।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ এপ্রিল, ২০২৫
‘ব্যাংকের টাকা লোপাট করে পালাতে দেওয়া হবে না’ ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালাতে দেওয়া হবে না। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।


আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে এসব কথা বলেন গভর্নর।


তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক সংস্কারের উদ্যোগ নেয়—এর অংশ হিসেবে টাস্কফোর্স গঠন, নতুন আইন প্রবর্তন এবং ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়।” এ উদ্যোগের ফলাফল হিসেবে কিছু লুটপাটের শিকার ব্যাংক ঘুরে দাঁড়ালেও এখনো বেশ কিছু ব্যাংকের অবস্থা ‘কোমর ভেঙে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।


ড. আহসান এইচ মনসুর আরও বলেন, “সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, কিন্তু যেগুলো খারাপ, সেগুলোর অবস্থা খুবই খারাপ। এখন থেকে ব্যাংকের টাকা লোপাট করে আর কেউ যেন বিদেশে পালাতে না পারে, তা নিশ্চিত করা হবে।”


তিনি জানান, গ্রাহকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রয়োজনীয় হস্তক্ষেপ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।


অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, “ব্যাংকের প্রকৃত মালিক গ্রাহক। তাই তাদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। অন্যথায় ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারবে না।”


এই সম্মেলনে ব্যাংক খাতে সুশাসন, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে নানা দিক তুলে ধরা হয়। গভর্নরের বক্তব্যকে ব্যাংকিং খাত সংস্কারে একটি বড় নির্দেশনা হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।


Thebgbd.com/NA