পুলিশের কনস্টেবল পদে নিয়োগে কোনো ধরনের সুপারিশ না চেয়ে বরং লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
পোস্টে তিনি জানান, পঞ্চগড়ে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এখন চলছে ফিটনেস পরীক্ষা, এরপর হবে ৫০ নম্বরের লিখিত ও ১৫ নম্বরের মৌখিক পরীক্ষা। মূল নিয়োগ নির্ভর করবে লিখিত ও মৌখিক পরীক্ষার ৬৫ নম্বরের ওপর, যেখানে লিখিত পরীক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
গতবারের অভিজ্ঞতা তুলে ধরে সারজিস বলেন, ফিটনেস পাস করা ৫০০+ প্রার্থীর মধ্যে মাত্র ২৮ জন নিয়োগ পেয়েছিল। মৌখিক পরীক্ষায় সামান্য নম্বর যোগ হলেও তা রিটেনে ভালো না করলে কাজে আসে না। তাই এখন থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
সরাসরি বার্তা দিয়ে তিনি লেখেন, “দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো সুপারিশ নিয়ে আসবেন না। অন্য কোনো দলের নেতার কাছেও যাবেন না।”
তিনি বলেন, “পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো সুপারিশ চলবে না। আমরা রাজনৈতিক নেতারাও চাই, বাংলাদেশ পুলিশ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করুক এবং মেধার জয় হোক।”
একইসঙ্গে সারজিস আলম স্মরণ করিয়ে দেন—‘কোটা না মেধা’ স্লোগানের পেছনে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের সঙ্গে প্রতারণা না করে সকলকে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় আস্থাশীল হতে হবে।
thebgbd.com/NA