ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চলে আক্রমণাত্মক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ তথ্য জানিয়ে গাজার অধিবাসীদের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গাজার বাসিন্দাদের উদ্দেশে এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘শিগগিরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযান তীব্রতর হবে এবং গাজার অধিকাংশ অঞ্চলে তা সম্প্রসারিত হবে। আপনাদেরকে যুদ্ধক্ষেত্রগুলো খালি করতে হবে।’ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় গড়ে তোলা ‘মোরাগ করিডর’ পুরোপুরি দখলে নিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড