ঢাকা | বঙ্গাব্দ

দেশে ফিরেছে ৬০ হাজার আফগান

প্রায় ৬০ হাজার অধিবাসী তোরখাম এবং স্পিন বোলদাক সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফিরে এসেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৫ এপ্রিল, ২০২৫
দেশে ফিরেছে ৬০ হাজার আফগান দেশে ফেরার পথে আফগান পরিবার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এপ্রিলের শুরু থেকে প্রায় ৬০ হাজার আফগান পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করেছে। ইসলামাবাদ আফগানিস্তানে অভিবাসী পাঠানোর অভিযান জোরদার করার পর মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানিয়েছে। কাবুল থেকে এএফপি আজ এই খবর জানায়।


জাতিসংঘের সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘২০২৫ সালের ১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আইওএম জোরপূর্বক প্রত্যাবাসনের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৬০ হাজার ব্যক্তি তোরখাম এবং স্পিন বোলদাক সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফিরে এসেছেন।’ 


সূত্র: এএফপি


এসজেড