ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনাকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে। তিনি ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার ‘ভয়াবহ হামলার ধারাবাহিকতা’কেও তীব্র নিন্দা জানিয়েছেন।
ইউক্রেনের ওডেসা থেকে এএফপি জানায়, রুটে বলেন, ‘এই শান্তি সহজ নয়, এই আলোচনা সহজ নয়, বিশেষ করে এ ধরনের ভয়াবহ সহিংসতার পটভূমিতে। কিন্তু আমরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করছি।’ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় আকস্মিক সফরের সময় তিনি এ কথা বলেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক লোক নিহত হওয়ার পর ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা রুটেকে জানান জেলেনস্কি। ইউক্রেনীয় নেতা বলেন, ‘ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা যে কতটা তীব্র, তা সবাই স্পষ্টভাবে দেখছে। আমরা আজ এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি।’
সূত্র: এএফপি
এসজেড