পরপর দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না- অন্তর্বর্তী সরকারের এমন প্রস্তাবে একমত বিএনপি। তবে দুইবারের পর একবার বিরতি দিয়ে জনগণ চাইলে আবার প্রধানমন্ত্রী হবার বিধান রাখার পক্ষে মত দিয়েছেন তারা। বিএনপির পক্ষ থেকে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। দুপুর ২টার দিকে মধ্যাহ্নভোজের বিরতিতে বের হয়ে এসে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি বলেন, এটা রাজনৈতিক চর্চা, জনগণের সর্বোচ্চ ইচ্ছা থাকলে একজন প্রধানমন্ত্রী বিরতি দিয়ে আবারও ওই পদে অধিষ্ঠিত হতে পারবেন। এক্ষেত্রে বাধ্যবাধকতা করা যাবে না।
সালাউদ্দিন জানান, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল-(এনসিসি)’র বিষয়ে একমত নয় বিএনপি। তাদের মতে, এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কম থাকবে। অথচ দেশের সকল কিছুর দায়ভার বর্তায় একজন নির্বাচিত প্রধানমন্ত্রির ওপর।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়ে একমত বিএনপি। তবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় রাষ্ট্রকে। মৌলিক অধিকার বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার বিষয়টিও দেখতে হবে। তাই আমরা বলেছি, সংবিধানে অনেকগুলো বিষয় যুক্ত না করে, যা রাষ্ট্রের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে তাই করতে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে একমত বিএনপি।
thebgbd.com/NA