ঢাকা | বঙ্গাব্দ

গাজার নিহত আরও ২৫

পূর্ব রাফায় একটি বেসামরিকদের গ্রুপে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২০ এপ্রিল, ২০২৫
গাজার নিহত আরও ২৫ গাজায় বিমান হামলা।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন। গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরাইল ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে ১৫ মাসের যুদ্ধ পুনরায় শুরুর পর গাজায় আকাশপথ ও ভূমিতে আক্রমণ শুরু করেছে।


গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, ‘আজ (রোববার) ভোর থেকে, দখলদারদের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে।’ একটি আলাদা বিবৃতিতে পরে এজেন্সি জানিয়েছে, পূর্ব রাফায় একটি বেসামরিকদের গ্রুপে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার হামাসের দাবি মেনে না নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং গাজায় আটক বাদবাকি বন্দি মুক্ত করে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতানিয়াহু একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা অভিযানের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি, এবং এই মুহূর্তে বিজয় অর্জনের জন্য আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সংকল্প।’ বিবৃতিতে তিনি মিলিট্যান্টদের যুদ্ধ বন্ধ করার এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন।


হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত মাসে ইসরাইল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর, গাজায় অন্তত ১,৮২৭ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৫১,২০১-এ পৌঁছেছে, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাাগরিক, যা জাতিসংঘের জন্য নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত।


সূত্র: এএফপি


এসজেড