ঢাকা | বঙ্গাব্দ

নারী কমিশনের সুপারিশে বিস্মিত জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০২৫
নারী কমিশনের সুপারিশে বিস্মিত জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। রোববার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, কমিশনের সুপারিশকৃত রিপোর্ট দেখে তিনি বিস্মিত। তার মতে, দেশে নৈতিকতার অভাবে যখন নানা সামাজিক ও পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, তখন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে ভিত্তি করে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিবর্তে কমিশন এমন কিছু বিষয় সুপারিশ করেছে যা সমাজকে অনিশ্চয়তা ও অস্থিরতার দিকে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, “কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন এবং একই সঙ্গে সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করবে।” তিনি দাবি করেন, দেশের জনগণ এই সুপারিশগুলো এক বাক্যে প্রত্যাখ্যান করবে।

উল্লেখ্য, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর থেকেই এর কিছু সুপারিশ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


thebgbd.com/NIT