এবারের প্রিমিয়ার লিগে লিভারপুলকে টক্কর দেয়ার মতো কোনো দল নেই। সেটা আসরের শুরু থেকেই দেখাচ্ছে স্লটের দল। সেই লিভারপুল শিরোপা জয়ের অনেক কাছে চলে গেছে। রোববার (২০ এপ্রিল) লেস্টারের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।
কিং পাওয়ার স্টেডিয়ামে পুরো ম্যাচ লিভারপুলের নিয়ন্ত্রণেই ছিল। তবে প্রথম হাফে গোল করতে পারেনি সালাহ-গাকপোরা। দ্বিতীয় হাফেও ডিফেন্স শক্ত রেখে ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল লেস্টাস। তবে শেষ দিকে আর লিভারপুলকে আটকে রাখতে পারেনি তারা।
৭৬তম মিনিটে ডেডলক ভাঙেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তার গোলই ব্যবধান গড়ে দেয়। আর শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে যায় অল রেডরা।
এদিকে এই ম্যাচ হেরে অবনমন নিশ্চিত হল লেস্টার সিটির। ফল চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে আসা তিন দলই আবারও অবনমনে পড়ে গেল।
৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচ খেলে লিভারপুল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।
এদিকে দিনের এক ম্যাচে উলভসের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর শেষ মুহূর্তে দুই গোল করে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।
thebgbd.com/NIT